মতলব দক্ষিণে আলী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
১৫,সেপ্টেম্বর,বৃহস্পতিবার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আলী ইন্টারন্যাশনাল ইসলামিক মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। গতকাল বুধবার ১৩ সেপ্টেম্বর মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আলী ইন্টারন্যাশনাল ইসলামিক মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলার মতলব দক্ষিণে সর্ব প্রথম আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আলী ইন্টারন্যাশনাল ইসলামিক অরফান মাদ্রাসার দ্বিতীয় ক্যাম্পাসে প্রথম শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে। মোঃ নজরুল ইসলাম জুনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জমির হোসেন পাটোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাতলী মাদ্রাসার সাবেক শিক্ষক জনাব হযরত মাওঃ শহীদুল্লাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মজিদ খান এবং মোঃ শরিফুল ইসলাম।
অভিভাবক সমাবেশ উদ্বোধন করেন আলী ইন্টারন্যাশনাল ইসলামিক অরফান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হিউম্যানিটিস অর্গানাইজেশন এর সভাপতি জনাব মোঃ ফরহাদ আহমেদ আলী। সকল মাদ্রাসা শিক্ষর্থীদের পড়াশোনা পারফমেন্স নিয়ে অতিথিদের মাঝে শিক্ষর্থীরা ইংলিশ ও বাংলা আলবী তিন ভাষায় পরিচয় দিয়ে সবাইকে মুগ্ধ করে তুলেছে। মাদ্রাসাটিতে এতিম ছাত্রদের জন্য সম্পন্ন ফ্রী পড়াশোনা করার সুযোগ সুবিধা রয়েছে। অতিথি ও অভিভাবকবৃন্দের পরামর্শ ও গুরুত্বপূর্ণ মতামত এর মাধ্যমে সম্পন্ন হয়েছে।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *