প্রাইম স্পোর্টস্ঃ
২৩ সেপ্টেম্বর,শনিবার
হাসান মাহমুদ বল ডেলিভারি দেওয়ার আগেই নন স্টাইকে থাকা নিউজিল্যান্ডের টেলেন্ডার ব্যাটসম্যান ইস সৌদি হাটা শুরু করেন। বল ডেলিভারি দেওয়ার আগে ব্যাটসম্যানকে এভাবে ক্রিস থেকে বের হতে দেখে বল দিয়ে স্টাম্প ভেঙে দেন হাসান মাহমুদ।
ক্রিকেটীয় আইনে এটা আউট। আম্পায়ার রিভিউ দেখে আউটের সিদ্ধান্ত দেন।
কিন্তু অধিনায়ক লিটন কুমার দাস ও বোলার হাসান মাহমুদ আম্পায়ারের সাথে কথা বলে ড্রেসিংরুমের দিকে ফিরে যাওয়া ব্যাটসম্যান ইস সৌদিকে মাঠ থেকে বের হওয়ার আগেই ক্রিসে ফিরতে বলেন।
টাইগাদের এই ভদ্রতায় মুগ্ধ হন ব্যাটসম্যান ইস সৌদি। তিনি উইকেটে ফিরে নিজের হাত থেকে ব্যাট মাটিতে ফেলে দিয়ে হাতের গ্লাভস কুলে বোলার হাসান মাহমুদের সঙ্গে কর্মোদন করেন। টাইগারদের এই ভদ্রতা দেখে মুগ্ধ দেশি-বিদেশি দর্শকরা।
মিরপুরের এই ঘটনা ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে। নিশ্চিত আউট হওয়ার ব্যাটসম্যানকে মাঠে ফিরেয়ে এনে বাংলাদেশ সৌজন্যতা দেখালা।