মাজহারুল হক সোহানঃ
১৪ অক্টোববর,শনিবার
গতকাল ১৩ অক্টোবর, চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় শেষ মুহূর্তের গোলে চাঁদপুর পৌরসভা মতলব উপজেলার প্রতিনিধি কেএফটি কলেজিয়েট স্কুলের বিপক্ষে ১-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল চমৎকার খেলেও অভিজ্ঞতার কাছে হার মেনেছে।
খেলা শেষে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব কামরুল হাসান।
কেএফটির খেলোয়াড় রোজিনা ‘বেস্ট প্লেয়ার অব ফাইনাল ম্যাচ’ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া সকল খেলোয়াড় ব্যাক্তিগতভাবে মেডেল পেয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী কেএফটি কলেজিয়েট স্কুলের নৈপুণ্যে অভিভূত হয়ে মেডেল বিতরণ কালে ক্ষুদে প্রমীলা খেলোয়াড়দের বুকে জড়িয়ে নেন এবং তাদেরকে ভুয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায়ও কেএফটি কলেজিয়েট স্কুল মতলব দক্ষিণ উপজেলায় চ্যাম্পিয়ন ও চাঁদপুর জেলায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস কেএফটি কলেজিয়েট স্কুলের জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।