অঙ্গীকার বন্ধু সংগঠনের মেধাবৃত্তি বাস্তবায়ন উপ-কমিটি’২৩ গঠন

আল আমিন মিয়াজীঃ
১৬ অক্টোবর, সোমবার

চাঁদপুরের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন অঙ্গীকার বন্ধু সংগঠনের অঙ্গীকার মেধাবৃত্তি প্রকল্প বাস্তবায়ন উপ-কমিটি-২০২৩ গঠন করা হয়েছে। সংগঠন এর স্থায়ী পরিষদের আহবায়ক আনিছুর রহমান এবং সদস্য সচিব মুহাম্মদ আল আমিন মিয়াজীর যৌথস্বাক্ষরে উক্ত উপকমিটি গঠন করা হয়। পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের মাধ্যমিক স্তরে প্রবেশের প্রাক্কালে লব্ধ জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাইয়ের উদ্দেশ্য সামনে রেখে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন” এর আয়োজনে প্রতি বছর (নভেম্বর- ডিসেম্বর) মাসে “প্রাথমিক সমাপনী মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়। সংগঠনের ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের আওতায় অঙ্গীকার মেধাবৃত্তি প্রকল্পের নানাবিধ কাজের ক্ষেত্রসমূহের মধ্যে এই বছর ২য় বারের মতো প্রাইমারি, কিন্ডারগার্টেন স্কুল ও ইবতেদায়ী ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “প্রাথমিক সমাপনী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ খ্রি.”।
উক্ত মহতী উদ্যোগ সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে চলতি কার্যনির্বাহী পরিষদের অধীনে স্বল্প মেয়াদে সংগঠনের ১ম সংশোধিত গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-০৪ এর অনুচ্ছেদ -(খ) অধীন উপ-অনুচ্ছেদ -খ/১ অনুসরণ করে স্থায়ী পরিষদ গত ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি. তারিখে (সূত্র:অঙ্গীকার/স্থাপ/২৩-১৭৩/২০২৩)
১৭ সদস্য বিশিষ্ট “মেধাবৃত্তি প্রকল্প বাস্তবায়ন উপ-কমিটি-২০২৩” অনুমোদন দিয়েছে। আহবায়ক জয়ন্তী ভৌমিক, সদস্য সচিব শামীম আহম্মেদ, যুগ্ম আহবায়ক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সদস্য, মোঃ পারভেজ তালুকদার, মোহাম্মদ ইমরান নাজির, মাহিনুর ইসলাম বৃষ্টি, আল-আমিন আরিয়ান, সীমান্ত পাল, তানজিনা কাকুলী, সুমন চন্দ্র সাহা, মোঃ তামিম তালুকদার, মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, তুষার রায়, মোঃ জিহাদুল ইসলাম, মোঃ কামরুল হাসান এবং
মোঃ তাহসিন মিয়াজী।

উক্ত কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী এবং যুগ্ম সমন্বয়ক, সংগঠনের সাধারণ সম্পাদক এ এস পলাশ। এছাড়াও সংগঠনের সকল সম্মানিত সদস্য আয়োজন সফল করতে উক্ত উপ-কমিটিকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ করেন সংগঠন এর সংগঠন এর সহ-সভাপতি এবং উপকমিটির আহবায়ক জয়ন্তী ভৌমিক।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *