নিজস্ব প্রতিনিধি:
০৪ নভেম্বর শনিবার
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ০২ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা সারা দেশের ন্যায মতলব দক্ষিণ উপজেলায়ও আজ সম্পন্ন হল।
এবারের বৃত্তি পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার দুইটি পরীক্ষা কেন্দ্রে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে কেএফটি কলেজিয়েট স্কুলে ( কেন্দ্র: মতলব-১) ১৫ টি প্রতিষ্ঠানের ৫৯২ জন এবং লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে ( কেন্দ্র মতলব-২) ২৫ টি প্রতিষ্ঠানের ৫৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। দুই দিনব্যাপী চলা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বেশ আনন্দঘন পরিবেশে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুজিবুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, সহ সভাপতি শাহজাহান সাগর, সহ সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল আলম,ইদ্রিস খান সহ এসোসিয়েশন নেতৃবৃন্দ।
সংগঠনের মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ফারুক আহমেদ বাদল ও সহ সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যমল সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দু’ দিনের এ পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কেএফটি কলেজিয়েট স্কুলের দুই কো- অর্ডিনেটর বদিউল আলম বাবু ও মো. শহীদুল্লাহ, প্রভাষক মনসুর আহমেদ নিরু ও মাজেদুল ইসলাম সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
এসোসিয়েশন নেতৃবৃন্দ কেএফটি কলেজিয়েট স্কুল কতৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।