চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

আল আমিন মিয়াজীঃ
১২ নভেম্বর,রবিবার

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণি ও সিএসই শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গতকাল ১১ নভেম্বর, শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের সিএসই-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শিবলী সাদিক এর সভাপতিত্বে, ড্যাফোডিল শিক্ষার্থী মোঃ জিহাদুল ইসলাম ও সামিয়া আহাদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুরের অধ্যক্ষ মোঃ নূর খান, ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের ডেপুটি ডিরেক্টর মোঃ জাফর ইকবাল খান ও ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রুবেল খান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মিয়া।

নবীন বরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। পবিত্র কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী ইসমে আজম তাহারাত, গীতা পাঠ করেন ঐশী দাস। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ইফতাতুর রহমান ফেরদৌস, কুলসুমা আক্তার, আমানি বিনতে লতিফ, সোহানুর রহমান শাহীন, নাজমুস সাকিব। স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী উপাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফরাজি। নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *