মাজহারুল হক সোহানঃ
১৬ নভেম্বর,বৃহস্পতিবার
কেএফটি কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, রেক্টর ও ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা জাকির হোসেন কামাল ও কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল বাবর মো. সেলিম (অবঃ) সাত দিনের সফরে জাপান যাচ্ছেন। আজ রাতে জাপানের উদ্দেশ্যে তাঁরা ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে তারা শিক্ষা বিষয়ক সেমিনার অংশগ্রহণ, জাপানি কারিকুলামের সাথে পরিচিত হওয়া সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করবেন।
২য় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি মূলত ভঙ্গুর হয়ে পড়ে। ভঙ্গুর এ অর্থনীতি পুনর্বাসন এবং পুনর্গঠনে জাপানিরা কঠোর পরিশ্রম করে। ৫০ বছর পর জাপানের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ দাঁড়ায় ৩৪৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে জাপানের বাজার ভিত্তিক অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
এর মূলে রয়েছে জাপানের শিক্ষাব্যবস্থা।কি সেই শিক্ষাব্যবস্থা?
এসব বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁদের এই সফরের আয়োজন ।