চাঁদপুর থেকে সকল রুটে নৌযান চলাচল বন্ধ

আল আমিন মিয়াজীঃ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তার কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়। বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে সতর্কতা হিসেবে প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে সব রুটে নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। চাঁদপুরে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *