বিশেষ প্রতিনিধিঃ
২০ জানুয়ারী শনিবার
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা” এর আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-প্রাথমিক [শিশু] ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে “১১তম বর্ণ প্রতিযোগিতা -২৪” অনুষ্ঠিত হবে।
উক্ত সৃজনশীল উদ্যোগ সুচারুরূপে সম্পন্ন করার লক্ষে ১৭ সদস্য বিশিষ্ট “১১তম বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটি গঠন করা হয়েছে। উপ-কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি , সদস্য সচিব মনোনীত হয়েছেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সবুজ। সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকবেন যথাক্রমে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী ও সাধারণ সম্পাদক এ এস পলাশ। উক্ত উপ-কমিটিতে যুগ্ম আহবায়ক হলেন আল আমিন আরিয়ান, সীমান্ত পাল, সুমন চন্দ্র সাহা ও মোঃ সাইফুল ইসলাম পাটওয়ারী। সদস্য যথাক্রমেঃ
ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, জয়ন্তী ভৌমিক, সৈকত তালুকদার, তানজিনা কাকুলী, মোঃ তামিম তালুকদার, তুষার রায়, মোঃ শাকিল আহম্মেদ নিলয়, মোঃ কামরুল হাসান, মোঃ তাহসিন মিয়াজী ও শয়ণ বর্মণ।
উল্লেখ্য, শুদ্ধভাবে বাংলা ভাষা আত্মস্থ করতে ভাষা শিক্ষার প্রথম ধাপ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে সুন্দর হাতের লেখা উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় মেধাক্রম অনুসারে পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে কোনো ফি দিতে হয়না।