মাজহারুল হক সোহানঃ
২১ জানুয়ারী,রবিবার
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মতলব দক্ষিণ উপজেলায় দ্রুততম কিশোর কিশোরী হল কেএফটি’ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নেছার ও সামিয়া।
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বারের মত অংশগ্রহণ করেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল।
আজ মতলব নিউ হোষ্টেল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছোট ও বড় দলের মোট ১৬ টি ইভেন্টের মধ্যে সাতটি প্রথম ও চারটি দ্বিতীয় স্থান অর্জন করে তারা।
এছাড়া বালিকা বিভাগেও তারা পাঁচটিতে ১ ম এং চারটিতে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, পড়াশোনার পাশাপাশি কেএফটি কলেজিয়েট স্কুল তাদের শিক্ষার্থীদের কো- কারিকুলার অ্যাক্টিভিটিস এর অংশ হিসেবে বছর জুড়েই এ সমস্ত ইভেন্টে নিবিড় ভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে।