বিশেষ প্রতিনিধিঃ
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে নবগঠিত বাংলাদেশ প্রেসক্লাব ফরিদগঞ্জ উপজেলা শাখা। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলার তৃণমূল পর্যায়ের অনলাইন ব্লগার প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীদের সমন্বয়ে এই কমিটি গঠন করার পর এই প্রথম২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। দিবস টি উপলক্ষে সকাল ৬:৩০ মিনিটে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,সকল সংবাদ কর্মীদের নিয়ে সংগঠনের কার্যালয়ে গিয়ে অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। এছাড়া অন্যান্যদের মধ্যে
শ্রদ্ধা নিবেদন অফিস উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আমান উল্যা আমান,বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ফয়সাল আহমেদ ইমন মজুমাদর,ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন,সদস্য সচিব ইয়াছিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শাহআলম,দপ্তর সম্পাদক মাহবুব আলম পাটওয়ারী,সদস্য জাকির হোসেন নয়ন,আলমগীর হোসেন আলো,নাসির হোসেন,শরীফ মৃর্দা,মুরাদ হোসেন,আলা উদ্দিন প্রমুখ।