মো. ইকবাল হোসাইন,
৩০ মার্চ, শনিবার।
প্রতিষ্ঠালগ্ন থেকে ড্যাফোডিল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ড্যাফোডিল ফাউন্ডেশন অসহায়, দরিদ্র ও মেধাবী দের পাশে থাকার জন্য কাজ করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাবুরহাট এর ইউনুস খান অডিটোরিয়ামে মেধাবী দের আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর এর সম্মানিত সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব রুবেল খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর এর সম্মানিত অধ্যক্ষ জনাব মো নূর খান এবং ড্যাফোডিল ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ।


উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি বৃন্দরা সকল মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন এবং শিক্ষার্থীদের মেধা কাজে লাগিয়ে সমাজ এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মেধাবীদের শিক্ষাজীবনে সবসময় ড্যাফোডিল ফাউন্ডেশন পাশে ছিলো এবং অদূর ভবিষ্যতেও পাশে থাকবে বলে অভিমত ব্যাক্ত করেন।
