মতলবে রহমানিয়া দারুল উলুম প্রি-ক্যাডেট মাদ্রাসার সাফল্য

রেদওয়ান আহমেদ জাকির ঃ
৩০ মার্চ,শনিবার

মতলব পৌরসভার টিএন্ডটি এলাকায় অবস্থিত রহমানিয়া দারুল উলুম প্রি-ক্যাডেট মাদ্রাসায় বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এ মাদ্রাসা থেকে হেফজ বিভাগে ৫ পাড়া গ্রæপে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু সাঈদ।
বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষার আজ ৩০ মার্চ বেলা ১১টায় ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী।
রহমানিয়া দারুল উলুম প্রি-ক্যাডেট মাদ্রাসা থেকে নুরানী ২য় শ্রেণি থেকে ৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা সকলেই গোল্ডেন এ+ পেয়েছে। তারা হলো- পর্যায়ক্রমে মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শামসুদ্দিন, রিফাত হোসেন, মাহমুদুল হাসান, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইমরান, রাকিবুল ইসলাম। হেফজ বিভাগে ৫পাড়া গ্রæপে ৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তন্মধ্যে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আবু সাঈদ। এ+ পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে ২জন। তারা হলো- মোঃ আফসার, মোঃ মোরসালিন, মোঃ আজহারুল, মোঃ গোলাম রাব্বী, আহমেদ মজুমদার।
মাদ্রাসার মোহতামিম বাগিচাপুরের পীর মাওলানা আনছার আহমেদ জানান, মাদ্রাসার এ ভালো ফলাফলে তিনি মহান আল্লাহ তায়লার শোকরিয়া আদায় করেন। মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টার জন্য শোকরিয়া আদায় করেনু। ভবিষ্যতেও এ ধরনের ভালো ফলাফলের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইনসেটে ২য়স্থান অর্জনকারী শিক্ষার্থী আবু সাঈদ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *