সাইফুর রহমান সবুজঃ
৩০,মার্চ,শনিবার
মতলব উত্তরে বিপরীত দিক থেকে আসা দুই প্রাইভেট ককরের মুখোমুখি সংঘর্ষে চূর্ণবিচুর্ণ হয়েছে দুটি প্রাইভেটকারই। এতে ৩ জন আহত হলেও ০২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ ৩০ মার্চ শনিবার সকালে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর টু মতলব বেড়ীবাঁধ সড়কের নন্দলালপুর বাজারের পাশে হিজলাকান্দি নামক স্থানে ২ টি প্রাইভেটকার এর মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত ২ জনকে চিকিৎসার জন্য প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়েছে।