ইসমাত তোহা
১৩/০৪/২০২৪
ড্যাফোডিল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ড্যাফোডিল ফাউন্ডেশন থেকে স্কলারশিপ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এক জমকালো মিলনমেলা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইউনুস খান অডিটোরিয়াম বাবুরহাটে ঈদের ২য় দিন স্কলারশিপ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে তাদের অনূভুতি ব্যাক্ত করেন। ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা জীবনের সংগ্রাম, ত্যাগ এবং বিভিন্ন চ্যালেঞ্জ এর কথা তুলে ধরে ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তাদের পাশে থাকার জন্য। ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত স্কলারশিপ তাদের স্বপ্ন পূরনের অন্যতম সহযোগী মাধ্যম উল্লেখ করে তারা তাদের মতামত প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খান উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। তিনি বলেন প্রত্যেক ছাত্র-ছাত্রীদের তাদের উদ্দেশ্য পূরণে অবশ্যই নির্দিষ্ট ফোকাস-টার্গেট এবং লক্ষ নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট লক্ষ ব্যাতিত কেউ তাদের উদ্দেশ্য পৌঁছাতে পারে না। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বে বেশি করে বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং উদ্যোক্তা হওয়ার জন্য মনোনিবেশ করতে নির্দেশ প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের সফলতা এবং ব্যার্থতা উভয় পরিস্থিতিতেই ইতিবাচক থাকার জন্য পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর এর সম্মানিত সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব রুবেল খান, ড্যাফোডিল ফাউন্ডেশন জীবিকা চাঁদপুর এর সম্মানিত প্রকল্প ব্যবস্থাপক জনাব আসাদুল্লাহ খান গালিব, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেলিম মিয়া, ড্যাফোডিল ফাউন্ডেশন এর সম্মানিত সহকারী কো-অর্ডিনেটর জনাব ইকবাল হোসেন, ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন ছাত্র বর্তমান সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ওমর ফারুক ফাহিম সহ ড্যাফোডিল ফাউন্ডেশন এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দরা ছাত্র-ছাত্রীদের একজন সফল নাগরিক হয়ে দেশ এবং সমাজের উন্নয়নে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন এবং ড্যাফোডিল ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।