মতলবে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলবে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর কমিটি গঠন করা হয়েছে।মো. কামাল হোসেন কে সভাপতি ও ডিএম আলাউদ্দিন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মতলব উপজেলা কমিটি গঠন করা হয়েছে।ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন এর অনুমোদনক্রমে এই কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ সভাপতি – আমিন আহম্মেদ মোল্লা
মো. মিজানুর রহমান
কামাল হোসেন
আব্দুল হান্নান অপু
মিরান হোসেন মিয়াজী
সহ সাধারণ সম্পাদক – জিয়াউর রহমান
নুরুজ্জামান
মইনুর উদ্দিন
দেলোয়র হোসেন
মো.ফয়সাল আলম তারেক
সাংগঠনিক সম্পাদক – রেদোয়ান আহমেদ জাকির
সহ সাংগঠনিক সম্পাদক – এ.এস পলাশ
আব্দুল বাতেন
তাজুল ইসলাম
সুমন সাহা
মেহেদী হাসান বাবু
শিক্ষা সম্পাদক- মোহাম্মদ শাহ্ আলম কাজী
প্রচার সমাপাদক- সবুজ
সহ প্রচার সম্পাদক- লিমন হোসেন
মহিলা সম্পাদক- তাহমিনা আক্তার
সহ মহিলা সম্পাদক -মাজেদা আক্তার
আপ্যায়ন সম্পাদক -বাপন আহমেদ
সহ আপ্যায়ন সম্পাদক- ইকরামুল তামিম
ক্রীড়া সম্পাদক – হিমেল হোসেন মুন্না
দপ্তর সম্পাদক – শামীম আহম্মেদ
অর্থ সম্পাদক – নাদিরা আক্তার
সহ অর্থ সম্পাদক- ইমাম হোসেন শাওন
কার্যকরি সদস্য – আব্দুল লতিফ,মিয়াজি, মো. গোলাম মোস্তফা,কবির হোসেন,কাজী সোহেল, জয়ন্তী ভৌমিক, অনিতা রানী,আব্দুর রহমান তাসিম,জোহরা জান্নাত,সীমান্ত পাল,আবু তাহের,ইয়াসিন আরাফাত বাঁধন ও শাহীন খাঁন।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *