নিজস্ব প্রতিবেদকঃ
কেএফটি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী সানিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাৎক্ষণিক ইংরেজি রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অন্য সব জেলার প্রতিযোগিদের পেছনে ফেলে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।
সানিয়া এবার জাতীয় পর্যায়ে তাৎক্ষণিক ইংরেজি রচনা প্রতিযোগিতায় অবতীর্ণ হবে।
উল্লেখ্য, বহুমূখী প্রতিভার অধিকারী মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের মেয়ে সানিয়া ২০২২ ও ২০২৩ সালে পরপর দু’বার কেএফটি কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট অব দ্যা ইয়ার নির্বাচিত হয়েছে।
তার এ অর্জনে মতলববাসী প্রফুল্ল।জাতীয় পর্যায়ে সেরা হয়ে সে যেন মতলবের মুখ উজ্জ্বল করতে পারে,এজন্য সবার দোয়া কামনা করেছে ।