মেহেদী হাসান মান্নাঃ
১২ মে,রবিবার
গত কাল ১১ মে ২০২৪,শনিবার সন্ধ্যা ৭.০০টা সাভারের এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে ঐতিহ্যবাহী সাভার ক্লাব কর্তৃক প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২৪, সিজন-১১ এর পুরস্কার বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিশিষ্ট কথাসাহিত্যিক বাংলাদেশ টেলিভিশন এর মহাপরিচালক ড. নূরুদ্দিন জাহাংগীর, সাভারের উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ ও প্রকৌশলী মো: আমিনুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
ক্লাব চেয়ারম্যান কাদের তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং পৌর মেয়র মো. আব্দুল গনি। সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য ক্লাব মহাসচিব আবদুল বাকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি সকলের সহযোগিতায় আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক মো: আজমল আমিন।
প্রসঙ্গত উল্লেখ্য, সাভারে দীর্ঘ ১৬ বছর প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করে আসছে সংগঠনটি। এবার ছিল ক্লাবের এগারোতম আয়োজন। সাভারের প্রায় শতাধিক প্রতিষ্ঠানের শিশু-দ্বাদশ শ্রেণির প্রায় তিনশত শিক্ষার্থী তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সংগীত (দেশ, রবীন্দ্র, নজরুল, লোক), কবিতা আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক, খ, গ তিনটি গ্রুপে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে মল্লিকা হক, মোল্লা ইসফার আবতাহী ষরজ, অসিম বণিক (সনাতন)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ ও সংবর্ধনা শেষে সংগীত ও নৃত্যের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও ক্লাবের নিজস্ব শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। সাংস্কৃতিক পর্ব সমন্বয় করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মো: শফিকুল আলম বাবুল। এসময় ক্লাব নির্বাহী কমিটি, ক্লাব সদস্য, ক্লাব সদস্যগণের পরিবারবর্গ, সাভারের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন।