ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশসেরা হল মতলবের মেয়ে সানিয়া।

নিজস্ব প্রতিবেদকঃ
২১ মে,মঙ্গলবার
কেএফটি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী সানিয়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাৎক্ষণিক ইংরেজি রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অন্য সব বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল একঝাঁক মেধাবী শিক্ষকদের নিয়ে অধ্যক্ষ কর্নেল বাবর মো. সেলিম এর পরামর্শ নিয়ে মাত্র দু’বছরের নিরলস চেষ্টায় এক্ট্রা ও কো কারিকুলার অ্যাক্টিভিটিসে দেশ সেরা হওয়ার কৃতিত্ব দেখালো।
সানিয়ার এ অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের সভাপতি মেয়র আওলাদ হোসেন লিটন অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, বহুমূখী প্রতিভার অধিকারী মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের মেয়ে সানিয়া ২০২২ ও ২০২৩ সালে পরপর দু’বার কেএফটি কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট অব দ্যা ইয়ার নির্বাচিত হয়েছে।
তার এ অর্জনে মতলববাসী প্রফুল্ল ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *