শান্তিপূর্ণ ভাবে শেষ হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

বিশেষ প্রতিনিধি:
২১ মে,মঙ্গলবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। মহিলা ভোটাররা মহিলা সারি ও পুরুষ ভোটাররা পুরুষের সাড়িতে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। উপজেলায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিকে হাবিবুর রহমান হাবিব ও আনারশ প্রতিকে আবু হোসেন ভুইয়া রানু প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে এবারের নির্বাচন নিয়ে কোন প্রার্থীরই বড়সর কোন অভিযোগ নেই। আর এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তারকে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ভোট কেন্দ্রের বাহিরে ভোটার ও প্রার্থীর কর্মী-সমর্থকরা অধির আগ্রহে অপেক্ষা করছেন, কখন শেষ হবে ভোট গণনা আর তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *