স্টাফ রিপোর্টারঃ
২২ মে,বুধবার
কেএফটি কলেজিয়েট স্কুলের মেধাবী শিক্ষার্থী সানিয়া গতকাল ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় ইংরেজি রচনায় সারা দেশের সেরা নয় জনকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রাইম টিভি’র সম্মানিত চেয়ারম্যান সেলিম মোহাম্মেদ।
আজ লন্ডন থেকে এক অভিনন্দন বার্তায় তিনি সানিয়ার উত্তরোত্তর সফলতা কামনা করেন।অভিনন্দন বার্তায় তিনি কেএফটির প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস, স্কুলের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, রেক্টর জাকির হোসেন কামাল ও অধ্যক্ষ কর্নেল বাবর মো.সেলিম (অবঃ) সহ প্রভাষক মন্ডলীকে সাধুবাদ জানিয়েছেন মাত্র দু’বছরের মধ্যেই একটি ইভেন্টে দেশের শ্রেষ্ঠত্ব অর্জন করায়।
জনাব সেলিম মোহাম্মেদ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন রেক্টর জাকির হোসেন কামালকে টানা দু’বছর এক্সট্রা ও কো-কারিকুলার অ্যাকটিভিটিসে নিবিড় পরিচর্যায় শিক্ষার্থীদের তৈরি করায়।
তিনি আশাবাদ ব্যাক্ত করেছেন কেএফটি কলেজিয়েট স্কুল অদূর ভবিষ্যতে দেশের সেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে নিজের জায়গা করে নেবে এবং শিক্ষা ক্ষেত্রে মতলবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।