মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের বিলের বাড়িতে পরিবারের পূর্ব শত্রুতার জের ধরে হামলা করেছে। এ ঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ মে সন্ধ্যা আনুমানিক ৭টায়। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে তাপু মিজি (মাস্টার)-এর নেতৃত্বে বিলের বাড়ির সনাতন মণ্ডলের ঘরে হামলা করে একটি মহল। এ ঘটনার প্রতিবাদ করলে সনাতন মণ্ডলের স্ত্রী গীতা রাণী (৫০), সবুজ মণ্ডল (২৫)সহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মতলব সরকারি হাসপাতালে পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ৪ জনের মধ্যে গীতা রাণীর গুরুতর। আহত গীতা রাণী জানায়, প্রতিপক্ষের সাথে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে ওই দিন রাতে তাপু মাস্টার মিজি, কাদির মিজি, ইয়াছিন মিজি, তপন মণ্ডল, শ্যামল সরকার ও রঞ্জিত সরকারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র আমার বসতঘরে প্রবেশ করে আমাদেরকে মারধর ও রক্তাক্ত জখম করে। ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তপু মাস্টার মিজি লেনজাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তপু মাস্টার এ ঘটনার পর পরই আহতের পরিবারকে জীবনে মেরে ফেলার হুমকি দেয় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুংকার দেয়। বর্তমানে আহত গীতা রাণীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহত গীতা রাণীর পুত্র সবুজ মণ্ডল জানান, বিষয়টি মতলব দক্ষিণ থানায় অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।