নিজস্ব সংবাদ দাতাঃ
০৮ জুন,শনিবার
মতলবের কেএফটি কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী প্রয়াত গান্ধী ঘোষের নাতি দীপু ঘোষের একমাত্র কন্যা মুসকান ঘোষ গত রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল।
মুসকান ঘোষ মতলবের স্বনামধন্য কেএফটি কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেনিতে অধ্যয়ন করছিল।জানা যায় মুসকান গত কিছুদিন ধরে কিডনি রোগ সমস্যায় ভুগছিল।তার আকস্মিক মৃত্যুতে স্কুলে শোকের ছায়া নেমে আসে।