স্টাফ রিপোর্টার:
০৫ জুলাই,শুক্রবার
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির যত্রতত্র ব্যবহার তাঁকে অপমানিত করার সামিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে কর্মচারীদের শেডের পেছনে বট গাছের গোড়ায় মাটির মধ্যেই স্টিল দিয়ে বঙ্গবন্ধুর একটি ছবি স্থাপন করা হয়েছে। এমন একটি যায়গায় ছবিটি স্থাপন করা হয়েছে যা ক্যাম্পাসের ভিতর থেকে দেখার সুযোগতো নেই-ই,বাইরে থেকেও দেখার কোন সুযোগ ছিল না।বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে কিছুটা ফাঁকা করা হয়েছে।
কাছে গিয়ে দেখা যায় এটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের নামে স্থাপন করা হয়েছে।ঠিক কি উদ্দেশ্যে ছবিটি এই চিপা যায়গায় স্থাপন করা হয়েছে তা বোধগম্য নয়।প্রয়োজন হলে ছবিটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথেও স্থাপন করা যেত।
অথবা যেখানে ছবিটি স্থাপন করা হয়েছে সেখানেও মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় স্থাপন করলে আর ছবিটির অমর্যাদা হতনা।
আশা করছি বিষয়টি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বা কেন্দ্রীয় ছাত্রলীগ ভেবে দেখবে।