মাইনুল ইসলাম:
০৭ জুলাই,রবিবার
“গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবি সংগঠন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলার দরবার শরীফ ও মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার এস. এম. মিজানুর রহমান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাদ মাগরিব সমাজ উন্নয়ন সংস্থা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খানের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং শহর ও সদর শাখার কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে।
সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুস শুক্কুর মস্তান, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজান খানসহ সংস্থার কার্যনির্বাহী সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।