সরকার তৌহিদঃ
১৩ জুলাই,শনিবার
চাঁদপুরের স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত সরকারি রেজিষ্ট্রেশনভূক্ত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ” সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ১২ জুলাই, ২০২৪খ্রি. তারিখে মতলব উত্তর উপজেলাস্থ সরকারি তালিকাভুক্ত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব এর পক্ষ থেকে “সম্মাননা স্মারক” প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষে উপস্থিত থেকে স্মারক গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এ এস পলাশ ও সহ সভাপতি জয়ন্তী ভৌমিক।
নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি, সাধারণ সম্পাদক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ২০১৩ সাল থেকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখে আসছেন সেভাবে ভবিষ্যতেও স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে সদা তৎপর থাকবেন। তারা বলেন, এরকম স্বীকৃতি কাজের স্পৃহা দ্বিগুণ করে দেয়।