ষ্টাফ রিপোর্টারঃ
আজ ১৬ আগস্ট, মতলব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মতলব শাখার অন্তর্ভুক্ত সংবাদ কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রাইম টিভি’র হেড অব নিউজ সাঈয়েদুল আরেফিন শ্যামল।উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা মতলবে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও সাংবাদিকতার গুণগত মান বজায় রাখার জন্য তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।সাংবাদিকতার নাম করে কেউ কেউ মানুষকে জিম্মি করে কিভাবে টাকা আদায় করে এমন কিছু ঘটনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সাঈয়েদুল আরেফিন শ্যামল বলেন নীতি নৈতিকতা বজায় রেখে, ভয় ও লোভের উর্দ্ধে থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে হবে।এ সময় তিনি সাংবাদিকদের মানোন্নয়নের জন্য কর্মশালা আয়োজনের কথা বলেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাইম টিভি’র বিশেষ প্রতিনিধি ডিএম আলাউদ্দিন,সাপ্তাহিক অরুনোদয়ের সফিউল্লা প্রধান,আল-আমীন প্রধান,দৈনিক সংগ্রামের মতলব প্রতিনিধি ইদ্রিস খাঁন,প্রাইম টিভি’র মাজহারুল হক, দৈনিক প্রিয় চাঁদপুর এর বিশেষ প্রতিনিধি আল আমিন মিয়াজী দৈনিক প্রিয় চাঁদপুরের সাইফুর রহমান,দৈনিক দেশবার্তার ইমতিয়াজ আল আমিন, পাঠক সংবাদের এএস পলাশ প্রমূখ।