মতলব শহরের রাস্তাঘাটের বেহাল দশা

ইয়াসিন আরাফাত
২০ আগস্ট,মঙ্গলবার

মতলব সদরের ভেতর রাস্তাঘাট হলেও বেশ কিছু রাস্তার বেহাল দশা যেন কাটছেই না। বছরের পর বছর অপরিবর্তনীয় রয়ে যাওয়া রাস্তাগুলোতে দুর্ভোগ কমছেই না। জনসাধারণের নিত্যদিনের ভোগান্তির নাম হিসেবে ‘মতলব ম্যাক্সি স্ট্যান্ড টু পানির টাঙ্কি রাস্তা’ একনজরে শীর্ষে উঠে আসে। মতলব শহরের সাথে উপজেলার পৌরসভা এবং ৬ টি ইউনিয়ন যথাক্রমে নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, নারায়ণপুর ইউনিয়ন, খাদেরগাঁও ইউনিয়ন, উপাধি উত্তর ও দক্ষিণ ইউনিয়ন সহ মতলব-ঢাকার হাইওয়ের সংযোগ হিসেবে এটি একমাত্র এবং ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং উন্নয়ন বঞ্চিত বাজারমুখী এই সড়কে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস-স্কুল এবং হাসপাতাল। উল্লেখ্য যে, মতলব কৃষি অফিস, মতলব পৌরসভা কার্যালয়, উপজেলা তথ্য কেন্দ্র, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, টেস্টি হাট রেস্টুরেন্ট, শাসসুন্নাহার উচ্চবিদ্যালয়, ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুল, উপজেলা টিএন্ডটি ভবন, মতলব জাতীয় মাদ্রাসা, মতলব পানির টাঙ্কি, সহকারী প্রকোশলীর কার্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। প্রতিদিন হাজারো মানুষের চলাচলে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, মিনি ট্রাক, পিকআপ, প্রাইভেট কার-মাইক্রোসহ দেশের বিভিন্ন কোম্পানির পণ্য সরবরাহের কাজে ভারি যান চলাচলের কারণে সড়কটি প্রচন্ডরকম ব্যস্ত থাকে। ফলে সড়কের অসংখ্য স্থানে গর্ত, কংক্রিট খসে যাওয়া এবং ভাঙ্গা থাকায় একদিকে যেমন অল্পবৃষ্টিতে পানি জমে যায়, অপরদিকে যানবাহনে থাকা যাত্রীরা নানান সময় আহত হওয়া এমনকি চলন্ত যান থেকে ছিটকে পরে যাওয়ার শিকার হচ্ছেন হরহামেশা।
এই সড়কটি একাধারে মতলব শহরের ভাবমূর্তি নষ্ট করা সহ উপজেলার সিংহভাগ জনসাধারণের প্রাত্যহিক দুর্ভোগের কারণ হিসেবে উল্লেখযোগ্য।
যথাযথ কর্তৃপক্ষের কাছে সড়কটির দ্রুত সংস্কার করা মতলব উপজেলার সকল মানুষের প্রত্যাশায় রূপ নিয়েছে। এটি এখন সমগ্র মতলব বাসীর দাবি।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *