অতি বৃষ্টিতে মতলব উত্তরে সড়কে গভীর খাদের সৃষ্টি

ইয়াছিন আরাফাত
২৮ আগষ্ট,২০২৪,বুধবার

কয়েকদিনের অতিবৃষ্টির ফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজার সংলগ্ন ঢাকা-মতলব সড়কটির মাঝ বরাবর গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে সড়কের ওই অংশে যান চলাচলে ক্রমাগত ঝুঁকি বাড়ছে।
স্থানীয় লোকজনের সাথে সরেজমিন আলোচনার মাধ্যমে জানা যায়, রাস্তাটি ধনাগোদা সেচ প্রকল্পাধীন খালের পাড় ধরে নির্মিত হওয়ায় রাস্তার মাটি তলদেশ থেকে খালে সরে গেছে। যার ফলে রাস্তার উপরের দৃশ্যমান প্রায় দুই মিটার ব্যাসের গর্তটি ভেতরের দিকে বিশাল আকার ধারণ করেছে। রাস্তাটি যেকোনো সময় দেবে যাওয়ার সম্ভাবনা থাকায় এলাকাবাসী উক্ত গর্তের চারপাশে গাছের গুড়ি ফেলে বিপদ সংকেত দিয়ে রেখেছে। ঝুকিপূর্ণ রাস্তাটি ভেঙ্গে নিচের দিকে দেবে গেলে চলাচলরত যানবাহন এবং পথচারীদের মারাত্মক ক্ষতির আশংকা রয়েছে।
এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *