বারুরকান্দি ছাত্র সমাজের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪

ইয়াসিন আরাফাত
০৪ আগষ্ট,বুধবারঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বারুরকান্দি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ এবং মেধা পর্যায়ের বৃত্তি পরীক্ষা।
বারুরকান্দি ছাত্র সমাজের উদ্যোগ এবং সার্বিক তত্বাবধানে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগ সৃষ্টি এবং মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে উক্ত গ্রামের সচেতন মহল এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন আয়োজন চারপাশে ব্যাপক সাড়া ফেলেছে। আশপাশের গ্রামের মানুষজন তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এমন উদ্যোগ চলমান থাকলে শিক্ষার পরিবেশ তৈরি হবে, শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং পড়াশুনার প্রতি শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বাড়বে।
বৃত্তি পরীক্ষা ২০২৪ এর আয়োজক কমিটির একজন জানান, ২০২৪ সালে সূচনার মধ্য দিয়ে এই বৃত্তি পরীক্ষা প্রতিবছর চলবে। এর মাধ্যমে গ্রামের স্কুল-কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে একটি শিক্ষিত এবং মূল্যবোধ সম্পন্ন সমাজ রচিত হবার লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন।
উল্লেখ করা হয়, তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একটি দল, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একটি দল এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি দল তৈরি করে যথাক্রমে প্রত্যেক দলে ৫ টি করে সাধারণ বৃত্তি এবং মেধা তালিকায় বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষা ২০২৪ বারুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদেরকে ৩০ টাকা নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে আগামী ০৫ সেপ্টেম্বরের মধ্যে।
পরীক্ষার সময়সূচি সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *