ইয়াসিন আরাফাতঃ
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা কার্যালয় থেকে নোটিশ আকারে জানানো হয় যে, মতলবের রাস্তাঘাটে পৌরসভা থেকে বা পৌরসভার জন্য কোনো চাঁদা/টোল বা অর্থ সংগ্রহ করা হয় না। পৌরসভার নামে কোনরূপ চাঁদা/টোল আদায় না করার জন্য নির্দেষ দিয়েছেন পৌরসভা প্রশাসক। কেউ যদি কোনো চাঁদা আদায় করতে চায় তাহলে উক্ত ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে বলা হয়েছে।
রাস্তা থেকে টোলের নামে নেওয়া চাঁদাবাজি বন্ধ হওয়া প্রসঙ্গে সিএনজি এবং অটোরিকশা চালকদের সাথে কথা বললে তারা জানান,পৌরসভার এমন সময়োপযোগী সিদ্ধান্তে তারা সকলেই খুশি হয়েছেন। স্বস্তি ফিরে এসেছে উক্ত রাস্তার চলাচলকারী চালক এবং যাত্রীদের মনে। এই অঞ্চলের চালক এবং যাত্রীরা পৌরসভার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য যে, পৌরসভার উক্ত নোটিশের কপি মতলব উপজেলা নির্বাহী অফিসারের জ্ঞাতার্থে এবং থানার অফিসার ইনচার্জকে কার্যার্থে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে।