ইয়াসিন আরাফাত ঃ
১১ সেপ্টেম্বর, বুধবার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোহনপুর-বেলতলী ফাঁড়ি পুলিশ এবং চাঁদপুর কোস্ট গার্ডের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর সকালে ৭টি ড্রেজার ও ৬টি বাল্কহেড আটক করা হয়। এসময় বাল্কহেড ও ড্রেজারে থাকা শ্রমিকসহ চক্রের ৩৪ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেলতলী ফাড়ি ইনচার্জ সফিকুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা সবসময়ই সচেতন এবং কোনো ছাড় দেবো না। এলাকাবাসী জানান, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে ইতোপূর্বে প্রচুর মারামারি এবং খুন পর্যন্ত হয়েছে!
বালুখেকোদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মতলব উত্তর উপজেলার নদী সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ।