একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা!

ডেস্ক নিউজঃ
১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ নবজাতক শিশুর জন্ম দিয়ে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন এক নারী। বুধবার সকাল ১১ টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে একে একে জন্ম নেয় ৫ টি সন্তান।ভূমিষ্ট হওয়া ৫ টি শিশুই ছেলে সন্তান। সন্তান জন্ম দেওয়া প্রসূতি ওই নারীর নাম মেরিনা আক্তার। বাড়ি নওগাঁর বদনগাছা এলাকায়। তার স্বামী মজিদ একজন মালয়েশিয়া প্রবাসী। চিকিৎসা জানান, একসঙ্গে ৫ সন্তান জন্ম দেওয়ার ফলে শারীরিক সমস্যা বা জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভালো সংবাদ যে, মেরিনার এখনো পর্যন্ত কোন সমস্যা হয়নি। তিনি সুস্থ আছেন। তাকে সিজারের মাধ্যমে একে একে তার গর্ভ থেকে ৫টি সন্তান বের করে আনা হয়, যাদের প্রত্যেকেই ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শাহিদার তত্বাবধানে রয়েছেন মেরিনা এবং তার ৫ নবজাতক। মা এবং শিশুরা সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *