বিশেষ প্রতিনিধিঃ
২৭ সেপ্টেম্বর, শুক্রবার
স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মতলব দক্ষিণ উপজেলায় পুটিয়া তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে এবং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত আয়োজন সম্পন্ন হয়। স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভাপতিত্বে সংগঠনের শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোঃ সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সম্মানিত উপদেষ্টা জনাব সাইয়্যেদুল আরেফিন শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক এএস পলাশ, সহ-সভাপতি জয়ন্তী ভৌমিক। এসময় অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব এবং মাদকের অপকারিতা সম্পর্কে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রচার সম্পাদক সিমান্ত পাল, সহ প্রচার সম্পাদক সৈকত তালুকদার, সদস্য মাজেদা আক্তার, ওমর ফারুক সহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।