মাহ্ফুজ মল্লিকঃ
১৬ অক্টোবর,বুধবার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর ) দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় মতলব উত্তর উপজেলার লুধুয়া আমতলা গ্রামের প্রধানীয়া বাড়ীতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুস সোবহান প্রধান ( ৫০) মৃত আমির বক্স প্রধানের ছেলে।ঘাতক ছেলের নাম নোমান হোসেন প্রধান (২৮)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বাড়ীর জায়গা- সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক কোলহ চলছিল। তার ৩ ছেলের মধ্যে মেঝো ছেলে সৌদী প্রবাসী নোমান হোসেন প্রধান তার নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাপ- ছেলের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে নোমান হোসেন প্রধান তার বাবার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে।তার ভাতীজাসহ বাড়ীর লোকজন দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, ছেলের ছুরিকাঘাতে পিতা খুনের বিষয়টি জেনেছি। তবে, পরিবারের পক্ষ হতে এখনো অভিযোগ দেয়নি। এরপরও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ছবিঃ ছেলের ছুরিকাঘাতে নিহত আব্দুস সোবহান