মতলব দক্ষিণে জাতীয় যুবদিবস পালিত

গোলাম সারোয়ার সেলিম ঃ
০১ নভেম্বর,শুক্রবার

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস আয়োজন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম ,মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার সেলিম,অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি মোঃ আল আমিন মিয়াজী। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হেলেনা আক্তার,ফারজানা ইতি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন সংগঠক মোঃ জসিম উদ্দিন ও গীতা পাঠ করেন এএস পলাশসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের ১ লক্ষ টাকা করে ৯জনকে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থী ৩ টি ব্যাচের ৯০ জনকে সার্টিফিকেট ও সন্মানি প্রদান করা হয়। অপরদিকে প্রশিক্ষণার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
ছবির ক্যাপসন ঃ মতলব দক্ষিণে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে
সনদ বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *