স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব উপজেলার খাদের গাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
আজ ০২ নভেম্বর, শনিবার দুপুর ২ টায় নারায়ণপুর বাজার গরুর মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, কুমিল্রা জেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি মুক্তিযোদ্ধা ডা.আব্দুল মুবিন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী,পল্লী বিদ্যুৎ বোর্ডের সাবেক পরিচালক ইউছুফ ঢালী,উপজেলা সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন নারায়নপুর প্রেসক্লাবের সভাপতি আরিফ বিল্লাহ্ ও কাজী ফয়সাল আহমেদ।
