হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলে নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান

মোঃ শরীফ হোসেন

চাঁদপুরের হাইমচর উপজেলায় আদর্শ শিশু নিকেতন স্কুলে নতুন শিক্ষাবর্ষের সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী ২০২৫ ইং) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে সবক প্রদান উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের কে সবক প্রদান করেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফ পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা খাজা মোহাম্মদ অলিউল্লাহ।

এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব হযরত মাওলানা জুলফিকার হাসান মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ ইসহাক মেহনতি, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, দক্ষিণ আলগি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাসু মাঝি, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন জোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম নিয়াজী, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন আনসারী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা নজরুল ইসলাম। এবং নাতে রাসুল পরিবেশন করেন হযরত মাওলানা খলিলুর রহমান।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *