শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

জেলা প্রতিনিধিঃ-

কিশোরগঞ্জের ইটনায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ছোট ভাই বিজয় কর্মকার। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হৃদয় কর্মকারও তড়িতাহত হন।

আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *