চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২

আল-আমীন মিয়াজীঃ
(১) ভোট গ্রহণ ১৭ অক্টোবর সোমবার
(২) ভোট গ্রহণের সময় (৯টা থেকে ২টা)
(৩) মোট ভোটার সংখ্যা (১২৬৯)
(৪) পুরুষ (৯৭০) নারী (২৯৯)
(৫) মোট ভোট কেন্দ্র (৮) টি
(৬) মোট বুথ (১৬) টি
(৭) কেন্দ্র ৮ উপজেলা পরিষদ সভা কক্ষ
(৮) ভোট প্রদান (ইভিএম)
(৯) চেয়ারম্যান প্রার্থী ২ জন।

(১) আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী।
(প্রতিক মোবাইল ফোন)
(২) মোঃ জাকির প্রধান।
(প্রতিক আনারস)

(১০) সাধারণ সদস্য প্রার্থী ৩৬ জন।
(১১) সাধারণ সদস্য নির্বাচিত হবে ৮ জন।
(১২) সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন।

(১৩) ওয়ার্ড নং-১ (চাঁদপুর সদর) মোট ভোটার সংখ্যা-২০৬ পুরুষ-১৫৮ নারী-৪৮ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (৭ জন)

(১৪) ওয়ার্ড নং-২ (হাইমচর) মোট ভোটার সংখ্যা-৮০ পুরুষ-৬১ নারী-১৯ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (২ জন)

(১৫) ওয়ার্ড নং-৩ (ফরিদগঞ্জ)মোট ভোটার সংখ্যা-২১১ পুরুষ-১৬২ নারী-৪৯ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
(৪ জন)

(১৬) ওয়ার্ড নং-৪ (মতলব দক্ষিণ) মোট ভোটার সংখ্যা-৯০ পুরুষ-৬৮ নারী-২২ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
(৫ জন)

(১৭) ওয়ার্ড নং-৫ (মতলব উত্তর) মোট ভোটার সংখ্যা-১৮৪ পুরুষ-১৪১ নারী-৪৩ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন।

(১৮) ওয়ার্ড নং-৬ (কচুয়া) মোট ভোটার সংখ্যা ১৮৪ পুরুষ-১৩১ নারী-৪১ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (৬ জন)

(১৯) ওয়ার্ড নং-৭ (হাজীগঞ্জ) মোট ভোটার সংখ্যা-১৭৬ পুরুষ-১৩৫ এবং নারী-৪১ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
(৩ জন)

(২০) ওয়ার্ড নং-৮ (শাহরাস্তি) মোট ভোটার সংখ্যা-১৫০ পুরুষ-১১৪ নারী-৩৬। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন (৫ জন)

ভোট গ্রহণ শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কন্ট্রল রুম) থেকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
এছাড়া প্রত্যেক কেন্দ্র থেকে কেন্দ্র ওয়ারী ফলাফল প্রকাশ করা হবে।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *