মাজহারুল হকঃ-
আজ ২৯ অক্টোবর ২০২২খ্রি. শনিবার কলেজ ক্যাম্পাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির ডেপুটি ডিরেক্টর মোঃ জাফর ইকবাল খান।
কলেজের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ নূর খান, সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মোঃ রুবেল খান, ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর-এর উপদেষ্টা সালেহ সিদ্দিকী, সহকারী উপাধ্যক্ষ মোঃ ফয়সাল আহম্মেদ ফরাজী।
পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে সূচনা বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল হেলাল। এছাড়া বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার চক্রবর্তী, মানবিক বিভাগের বিভাগীয় প্রধান নাজমুন নাহার এবং ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান রুম্পা রানী সাহা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে বিজ্ঞান বিভাগ থেকে মোঃ ইসমাইল হোসেন এবং মেহজাবিন সুলতানা, মানবিক বিভাগ থেকে ইসরাত ইমলা ইশা ও শাহাদাত হোসেন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আফিফ আহমেদ। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা ইসলাম ফিহা এবং আমেনা বিনতে মনির।
অধ্যক্ষ স্যারের পক্ষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার নিয়ম-কানুনসহ বিভিন্ন নির্দেশনা পাঠ করেন বাংলা বিষয়ের প্রভাষক নাছরিন সুলতানা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে মানবিক বিভাগের পরীক্ষার্থী মোঃ আব্দুর রহমান এবং গীতা পাঠ করে দিবা রায় চৌধুরী। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত এবং সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। একই দিনে সকল পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়।