বিশেষ প্রতিনিধিঃ
১৬ ফেব্রুয়ারি,শুক্রবার
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা এর আয়োজনে প্রাথমিক, মাদ্রাসার ইবতেদায়ী বিভাগ ও কিন্ডারগার্টেন স্কুলের প্রাক -প্রাথমিক(শিশু) এবং প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হল।
১৬ ফেব্রুয়ারি , ২০২৪ শুক্রবার মতলবের ০২ টি কেন্দ্রে বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ- কমিটির আহবায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি ও সদস্য সচিব মোহাম্মদ সবুজ এর তত্বাবধানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় পাঁচ শতাধীক শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।পরীক্ষায় দুটি কেন্দের একটি মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও অপর কেন্দ্র ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ সভাপতি জয়ন্তী ভৌমিক।
বর্ণ প্রতিযোগিতা পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, উপ-কমিটির সমন্বয়ক মুহাম্মদ আল আমিন মিয়াজী, সংগঠনের সাধারণ সম্পাদক ও উপ-কমিটির যুগ্ম সমন্বয়ক এএস পলাশ, উপ- কমিটির যুগ্ম আহবায়ক সীমান্ত পাল, সুমন চন্দ্র সাহা,
সদস্য মোঃ সৈকত তালুকদার, মোঃ তামিম তালুকদার, মোঃ কামরুল হাসান ও শয়ন বর্মন, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ তালুকদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম লিংকন।
এসময় কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা পরিষদ সদস্য, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, ০৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন, উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট আবৃত্তিকার সাইয়্যেদুল আরেফিন শ্যামল, উপদেষ্টা ও মতলব পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপদেষ্টা পরিষদ সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল মহসিন প্রধান, ০৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করীম সেলিম, উপদেষ্টা ও ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, উপদেষ্টা ও ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া, সাংবাদিক মোহাম্মদ আকতার, সংগঠনের সাবেক সভাপতি, এলিট পরিষদের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, এলিট সদস্য মোঃ সোহেল রানা সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক টীম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মোঃ রোমান সরকার, ইসরাত জাহান রুমি সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক- শিক্ষিকা, সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।